নিউজ ডেস্ক : জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করায় এইচ এম এরশাদ ও রওশন এরশাদপন্থীদের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। রওশন এরশাদকে জাতীয় পার্টির ১ নম্বর কো-চেয়ারম্যান বানানো না হলে সিরিয়াস সিদ্ধান্ত নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাতীয় পার্টির নেতারা বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা। জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করার পর থেকেই সংসদীয় দলের নেতাদের দাবি, চেয়ারম্যান এরশাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ।
এ নিয়ে দলের ভেতরে চরম কোন্দলের মধ্যেও জেলা কাউন্সিল করছেন এরশাদ। রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে ওয়ান ইলেভেনের অন্যতম কুশীলব বলে মন্তব্য করেন এরশাদ। তার শাস্তিও দাবি করেছেন তিনি।
সচিবালয়ে এর জবাবে এরশাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেছেন আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার রাতে রওশন এরশাদকে ১ নম্বর কো-চেয়ারম্যান করার আহবান জানিয়ে আবারো বিবৃতি দেয় জাপার সংসদীয় দল। এবার তাদের দাবি মানা না হলে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, রওশন এরশাদকে ১ নম্বর কো-চেয়ারম্যান করা আমাদের সবার দাবি। দেয়ালে পিঠ ঠেকে গেলে সিরিয়াস সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তিনি।
কো-চেয়ারম্যান আর মহাসচিবকে নিয়ে জেলায় জেলায় কাউন্সিল করে কমিটি দিচ্ছেন এরশাদ। এমপিদের মাইনাস করে ইউপি নির্বাচনে মনোনয়ন আর জেলা কমিটি গঠন করারও সমালোচনা করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, অনেক জায়গায় নমিনেশন দেয়া হলো অথচ এমপিরা জানেন না। নির্বাচনী এলাকায় উন্নয়নের কাজের সাথে এমপিরা জড়িত। এমপি তার নিজের লোককে সেখানে দেবেন। দাবি মানা হলে কিছুদিনের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেবেন তারা।
৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম