বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:২৮:১৮

চাকসু ফলাফল ঘোষণায় ভিপি ও এজিএস পদে ছাত্রদল এগিয়ে

চাকসু ফলাফল ঘোষণায় ভিপি ও এজিএস পদে ছাত্রদল এগিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : চাকসু নির্বাচনে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। জিএস পদে এগিয়ে রয়েছেন বামধারার ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী।

বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ ফল ঘোষণা করা হয়।

 নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 এই হোস্টেল চারুকলার হোস্টেল নামে পরিচিত। এতে বিশ্ববিদ্যালয়ের শুধু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থাকেন। ১৫৪ শিক্ষার্থীর এই হোস্টেলে ১২৪ জন ভোট দিয়েছেন।
 
ফলাফলে দেখা যায়, হোস্টেলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া 'বৈচিত্র্যের ঐক্য' প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন।
 
জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট। এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
 
হোস্টেল সংসদের সহ-সভাপতি হিসেবে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খন্দকার মাসরুল আল ফাহিম, সাধারণ সম্পাদক হিসেবে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মে. আফসার সরকার।

খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন সুকুমার রায়। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী মো. ফরহাদ হোসেন সুমন।

দফতর সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে জয়ী মো. আশিক বাবু। স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে জয়ী জামিল হোসেন। সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে বিজয়ী তুষার দে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে