বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:২৩:২৬

এবার গ্রেফতার ওবায়দুল কাদেরের....

এবার গ্রেফতার ওবায়দুল কাদেরের....

এমটিনিউজ২৪ ডেস্ক : গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিবি সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 ডিবি বলছে, নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
শাহাদাত হোসেন ছাড়াও গ্রেফতার অন্যরা হলেন- মাসুদ রানা, হাবিবুর রহমান, কাইয়ুম মিয়া, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, শহীদুল হক, জাকির হোসেন ও ফজলুল করিম।
 
উল্লেখ্য: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে মাথার চুল কেটে মারধর করে ব্যাপক সমালোচিত হন শাহাদাত। এরপর গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে