শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১০:২৪:৪৬

হাতেনাতে ধরা খেলেন পলি

হাতেনাতে ধরা খেলেন পলি

ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পলি আক্তারের এ কি কাণ্ড! এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছিলেন কয়েক নারী।

এবার এক রোগীর শিশু চুরির সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি বর্তমানে শাহবাগ থানায় আছেন।

এ ঘটনা ঘটে শুক্রবার বিকেল ৫টার দিকে।

আয়শা আক্তার নামে ১৮ মাস বয়সী শিশুটির বাবা মাসুদ দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বার্ন ইউনিটের পঞ্চম তলার ৫২৫নং ওয়ার্ডের ১৬নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।  সঙ্গে থাকছেন তার স্ত্রী রেহানা বেগমও।

পলি আক্তার অনেকদিন ধরেই ওই ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন।  শিশুটিকে আদর করতেন।  এভাবে বেশ খাতির জমে যায়।  শুক্রবার ৫টার দিকে এসে মাসুদ ও রেহানার সঙ্গে গল্প জমান পলি।  

এসময় রেহানা কাজে বাইরে যান আর মাসুদ যান বাথরুমে।  সেই সুযোগে বাচ্চাটি নিয়ে চম্পট দেন পলি।  বাথরুম থেকে এসে যখন মাসুদ দেখেন বাচ্চা নেই তখন হইচই শুরু করেন।  পাশের বেডের লোকজন বলেন, ওই মেয়েটা শিশুটিকে নিয়ে গেছে।

রেহানা চিৎকার করতে করতে নিচে নামতে থাকেন।  এসময় দায়িত্বরত আনসার সদস্য মনির হোসেন পলিকে নিচতলায় শিশুসহ আটক করে পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হকের কাছে সোপর্দ করেন।  পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।  এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।

পলি আক্তার বলেন, আমি শিশুটিকে নিয়ে পালাইনি, আবার দিয়ে যেতাম।
হাসপাতালে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে আমার আত্মীয় আছে।  তার নাম মোসলেম।  কিন্তু খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে, সেখানে মোসলেম নামে কেউ নেই।

আটক পলির গ্রামের বাড়ি যশোরের চৌগাছার পূর্বপাড়া গ্রামে বলে জানা গেছে।
৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে