শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ০৯:৪৭:৪৫

'এনসিপি আজ জিতে গেছে'

'এনসিপি আজ জিতে গেছে'

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি আজ জিতে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সাময়িক অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা মুনতাসির মাহমুদ। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মুনতাসির মাহমুদ তার পোস্টে বলেন, এনসিপি আজ ইতিহাসের সঠিক সাইডে অবস্থান নিয়েছে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিষ্কার হবে। বেশিরভাগ মানুষ বা দল সবসময় সঠিক দিকে থাকে, এই ধারণা ভুল।

তিনি আরো বলেন, পুরনো রাজনৈতিক নোংরামি ধ্বংস করে বাংলাদেশে গণমানুষের জন্য যে মৌলিক সংস্কারগুলোর মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির কথা আমরা বলছি, তাতে নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি আজ জিতে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে