এমটিনিউজ২৪ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনও জুলাই সনদে স্বাক্ষর করেনি, তবে আশা করা যায় পরে তারা স্বাক্ষর করবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যতটুকু আইনগত ভিত্তি নিশ্চিত করার দরকার, তা যেন করে। পাশাপাশি সমগ্র জাতির সামনে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, তা বাস্তবায়নে সবাই যেন অঙ্গীকারবদ্ধ থাকে, সেই ভরসায় আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
তিনি আরও বলেন, এনসিপি আমাদের আন্দোলন-সংগ্রামের বন্ধু। কিন্তু তাদের আজ এখানে পাওয়া যায়নি। সম্ভবত তারা পরবর্তীতে স্বাক্ষর করবে। কারণ, শেষদিকে এসে তাদের মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।