নিউজ ডেস্ক : কাউন্সিলের মাধ্যমে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর কাফরুলে থানা বিএনপির আহ্বায়ক আলী আজগর মাতব্বরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত কুলখানি ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভুলে গেলে চলবে না, বাংলাদেশের মানুষ বিএনপি ও খালেদা জিয়ার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি ফিনিক্স পাখির মত জেগে উঠবে। এরপর ‘ভোটাধিকার ও গণতন্ত্রে’ ফিরিয়ে এনে জনগণের সরকার গঠন করবে বিএনপি।
দেশে সংকট সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এখানে বিভক্তির কোনো সুযোগ নেই। আজকে যে সংকট সৃষ্টি হয়েছে তাতে শুধু বিএনপিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশ ও পুরো জাতি বিপদের মধ্যে পড়েছে। সেজন্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘এখন দেশে রাজনীতি বলে কিছু নেই। অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হয়। মত প্রকাশ করতে, লিখতে, সংগঠন করতে, সমাবেশ করতে বাধা দেওয়া হয়। এমন একটি পরিস্থতির মধ্যে চলতে হচ্ছে।’
৫ জানুয়ারির নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ওই নির্বাচনের পর সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা নির্বাচনেও তামাশা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও ঘটনার পুনরাবৃত্তি হবে বলে দাবি করেন তিনি।
কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভুইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কাজী আবুল বাশার প্রমুখ। -বিডি প্রতিদিন
৫ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস