শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০১:৩৮:৩০

অপচেষ্টা হলে রুখে দাঁড়াবে গণজাগরণ মঞ্চ : ইমরান

অপচেষ্টা হলে রুখে দাঁড়াবে গণজাগরণ মঞ্চ : ইমরান

নিউজ ডেস্ক : আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল না থাকলে প্রয়োজনে আবার রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে শুক্রবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণ-অবস্থান কর্মসূচির সমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

ইমরান এইচ সরকার বলেন, আপিল বিভাগে যদি যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রায় বহাল রাখা না হয়, তাহলে ২০১৩ সালের মতো ঠিক একইভাবে রুখে দাঁড়াবে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

তিনি বলেন মীর কাসেম আলীকে রক্ষার যে অপচেষ্টা- সেটা যদি সফল হয়, তাহলে বাংলাদেশের ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি ও প্রতারণা করা হবে। সেটা মঞ্চ কোনোভাবে মেনে নেবে না।

তিনি আরো বলেন, যার সর্বোচ্চ দণ্ড পাওয়ার কথা তাকে যদি লঘুদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে মঞ্চ নেমে নেবে না। এই ক্ষেত্রে ২০১৩ সালে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, এবার যদি অপচেষ্টা করা হয়, তাহলে ঠিক একইভাবে রুখে দাঁড়াব।

৫ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে