এমটিনিউজ২৪ ডেস্ক : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামনে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে। সোমবার বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদান অনন্য। ভবিষ্যতের যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবেলায়ও এ বাহিনী সবসময় আস্থার প্রতীক।
পেশাদারিত্ব বজায় রেখে সর্বোচ্চ নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও বঙ্গভবনের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।