বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:৪০:৫৯

শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ

শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে বিভাগটি।

এতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমানভাবে নির্ধারণ করা হয়েছে। সংশোধিত এ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১ এর ‘পরিশিষ্ট–ঘ’-এর সংশোধনের মাধ্যমে।

নতুন নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি (সমমান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি (সমমান) থাকতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) ও বিএড ডিগ্রি (সমমান) থাকতে হবে। এখানেও একই শর্ত প্রযোজ্য থাকবে— সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

পরিপত্রে আরও বলা হয়, নতুন এ যোগ্যতা নির্ধারণের ফলে শিক্ষক নিয়োগে মানোন্নয়ন ঘটবে এবং সারাদেশে একীভূত মানদণ্ডে শিক্ষক বাছাই নিশ্চিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে