এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালে চেষ্টা করবে। বুধবার (২৯ অক্টোবর) নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। যত ঝড়-ঝাপ্টা আসুক তা অতিক্রম করতে হবে। এ সময় নির্বাচনের প্রাথমিক কার্যক্রম আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।
এই বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বুধবার বিকেলে এই বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
প্রেস সচিব আরও বলেন, জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া গত ৩ নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করাদের এবারের নির্বাচনে রাখা হবে না।