বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:৪৮:৩৪

জনগণের সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে: মির্জা ফখরুল

জনগণের সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালায় 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমত পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেছেন, এই পদক্ষেপ ঐক্য হতে পারে না এবং কমিশন গঠনের মাধ্যমে জনগণের সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের 'বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ' বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশন গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের কাছে যে সুপারিশ জমা দিয়েছে, সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিষয়গুলোতে তাঁরা একমত ছিলেন না, সেখানে তাঁরা 'নোট অব ডিসেন্ট' দিয়েছিলেন এবং কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল যে সেই ভিন্নমত সুপারিশে লিপিবদ্ধ করা হবে। সুপারিশে সেই বিষয়গুলো নেই। নোট অব ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্য হতে পারে না। তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন?

তিনি সরাসরি বলেন, "এটা আমি বলব, জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা।"

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেন, "এত বড় একটা অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে সেটাকে ঠিকভাবে জাতির কল্যাণে কাজে লাগানো যাচ্ছে না।" তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দুঃখজনকভাবে যতই দিন যাচ্ছে, ততই বিভক্তি বাড়ছে। তিনি মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে প্রতিপক্ষকে ঘায়েল করার প্রচেষ্টারও সমালোচনা করেন।

তাঁর মতে, এই অন্তর্বর্তীকালের সময়টা ঐক্যের সময় ছিল, যেখানে ন্যূনতম বিষয়ে একমত হয়ে একটি পথ ধরা উচিত ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে