এমটিনিউজ২৪ ডেস্ক : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমির হামজা বলেছেন, “জামায়াতের প্রার্থীদের চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা আর কারও নেই।” তিনি আরও বলেন, বিরোধী প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একটি সুষ্ঠু প্রতিযোগিতা করতে চান—ইনশা আল্লাহ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, “মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সব বয়সের মানুষ বলছে—এবার তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। সামনে গণভোট ও পিআর পদ্ধতি কার্যকর হয়ে যাবে। গণভোট ও পিআর পদ্ধতি ছাড়া দেশে আর কোনো নির্বাচন মানুষ মেনে নেবে না।” তিনি আশা প্রকাশ করেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
সভায় পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালক মো. ওসমান গনির সঞ্চালনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্বাস আলি, সহকারী সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।