এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে আগের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং অনুলিপি পাঠানো হয়েছে উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও।
পরিপত্রে উল্লেখ করা হয়, আগে জারি করা নির্দেশনা যথাযথভাবে না মেনে অনেক কর্মকর্তা বিদেশ ভ্রমণ অব্যাহত রেখেছেন। এমনকি একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, যা পূর্বের নির্দেশনার পরিপন্থি।
এ বিষয়ে পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ব্যতীত কোনো কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না।
অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী প্রস্তুতি নির্বিঘ্ন রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ নির্দেশনার ফলে সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
এদিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি; যাতে ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তরিত এ কথা—একাধিকবার বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।