মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ০২:৫১:২৭

নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার (৩ নভেম্বর) তিনি দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা-১২ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করব।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। এছাড়াও কয়েকটি আসনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক প্রার্থী তালিকাও জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে