বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ০৮:২৬:১৬

অনশনরত তারেক রহমানের পাশে বিএনপি

অনশনরত তারেক রহমানের পাশে বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় কমিশনের সামনে ৫০ ঘণ্টার অনশনরত দলটির সদস্য সচিব মো. তারেক রহমানকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তারেক রহমানের পাশে দাঁড়ান বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় রিজভী বলেন, ‘আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেওয়া হলো না, বুঝতে পারলাম না।’

তিনি আরও বলেন, ‘তারেক এ দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। সে একটি রাজনৈতিক দল গঠন করেছে বৈধতার জন্য। সে তো গোপন রাজনৈতিক দল গঠন করতে চায়নি, আইনসম্মত দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকত, তাহলে গোপন দল করে রাষ্ট্রবিরোধী কাজ করত। রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সংগত কারণে এই অনশন কর্মসূচির প্রতি বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে