শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ০৪:০৯:৫১

আগামীতে মানুষ কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে

আগামীতে মানুষ কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে দেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে।

শুক্রবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঢাবি, জাবি, রাবি ও চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, আমি ও দেশবাসী তারুণ্য নির্ভর বাংলাদেশ দেখতে চাই। অনেকেই জানতে চান, আগামী বাংলাদেশ কেমন হবে? আমি বলি, ছাত্র সংসদে নির্বাচিতদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলো যেমন হবে, আগামীর বাংলাদেশও তেমন হবে।

ছাত্র সংসদে নির্বাচিতদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তোমরা নতুন নেতৃত্বে ক্যাম্পাসের পরিবর্তন এবং গোটা জাতির স্বপ্নসারথি। এই স্বপ্নকে ধারণ ও বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের পাওনা আদায় করবে। আগামীতে দেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদগুলোতে।

নির্বাচিত প্রতিনিধিদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার কেন্দ্র। কিন্তু এখন সেই পরিবেশ না থাকায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা পিছিয়ে। এই গবেষণার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, ছাত্র সংসদগুলোকে শতভাগ উত্তীর্ণ হতে হবে। ক্যাম্পাসে যে ভাটা সৃষ্টি হয়েছে, তাতে জোয়ার যেন ফিরে আসে। তোমাদেরকে ভবিষ্যত বৃহৎ নেতৃত্বের জন্য তৈরি হতে হবে। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা পেছন থেকে পরামর্শ দেব। ভুল হলে সতর্ক করব। সংশোধন না হলে সরিয়ে দেব। আমার বিশ্বাস, তোমরা একটা পর্বত প্রমাণ হস্তিকে তাড়াতে পেরেছ। তোমরা এই দেশটাকে গড়তে পারবে।

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের পরিচালনায় অনুষ্ঠানে চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা এবং শিবিরের সাবেক নেতারা বক্তব্য রাখেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে