শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:৪৯:১৭

দিনাজপুরের হিলিতে হঠাৎ পেঁয়াজের কেজি কত হয়েছে জানেন?

দিনাজপুরের হিলিতে হঠাৎ পেঁয়াজের কেজি কত হয়েছে জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : সবজির দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও হঠাৎ পাল্টে গেল পেঁয়াজের বাজার, দাম হয়ে গেছে প্রায় দ্বিগুণ। ৬৫ থেকে ৭০ টাকার পেঁয়াজ এক সপ্তাহে কেজিতে বেড়ে এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৬৫ থেকে ৭০ টাকার পেঁয়াজ এক সপ্তাহে কেজিতে বেড়ে এখন ১১০ থেকে ১২০ টাকায় উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণে পিঁয়াজের মূল্য বেড়েছে।

আয়ের সাথে দামের এমন ভারসাম্যহীনতায় বেড়েছে ক্রেতাদের উদ্বেগ। এ অবস্থায় সরকারকে দ্রুত বাজার তদারকি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার পরামর্শ ক্রেতাদের। 

সরবরাহ সংকট নয়, এ মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন বাজার বিশ্লেষকরা। 

তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় শিম, বেগুন, করলা, লাউসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ২৫ কমেছে, ফলে কিছুটা স্বস্তির শ্বাস ফেলছেন ক্রেতারা। এছাড়া ডিম, মুরগিসহ বেশ কিছু পণ্যের দামও এখন নিম্নমুখী।

এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতেও কেজি প্রতি দেশি পেঁয়াজ ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে বেড়েছে দাম, বলছে খুচরা ব্যবসায়ীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে