এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভবিষ্যতের বৃহৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, “আমি সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায়, সেটি প্রমাণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। আশা করি, দ্রুত বাকি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে।”
তিনি যোগ করেন, “পর্বতের মতো প্রতিবন্ধকতাকে যে তরুণরা অতিক্রম করেছে, সেই তরুণরাই নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”