শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ০৩:২২:০৩

কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: আমীর খসরু

কিছু রাজনৈতিক দল জোর করে দাবি আদায় করতে চায়: আমীর খসরু

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু রাজনৈতিক দল জোরপূর্বক নিজেদের দাবি আদায় করতে চায়। তিনি সতর্ক করেছেন, নিজেদের দাবি অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।

শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “নির্বাচনের আগে ইশতেহার আসাটা খুব গুরুত্বপূর্ণ নয়। ভোটের আগে সব দল তৎপর থাকে। মানুষ ইশতেহার দেখে ভোট দেয়, আমি এ বিষয়টি নিশ্চিত নই।”

তিনি আরও বলেন, “দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের মাধ্যমে সনদ সই হয়েছে। বাস্তবায়নও ঐকমত্যের মাধ্যমে হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসলে ঐকমত্যকে সম্মান করতে হবে। এর বাইরে গিয়ে নতুন ইস্যু তৈরি করলে ঐকমত্যকে সম্মান দেওয়া হচ্ছে না।”

বিএনপির এই নেতা উল্লেখ করেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বা বাধা সৃষ্টি করতে চায়, তারা কি এমন ঘটনা ঘটাতে চাইছে? নানা ঘটনা ঘটিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে কি না, তা ভেবে দেখতে হবে।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের মূল বিষয় হলো আলোচনা অব্যাহত রাখা এবং জনগণের কথা সব সময় শোনা। ৮ বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে বিএনপি ২৭ দফা এবং ৩১ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে। এটি সরাসরি সাধারণ মানুষের প্রস্তাবনাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।

তিনি আরও ঘোষণা করেন, ক্ষমতায় এলে দেড় বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। চাকরি প্রদানের পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত। পাশাপাশি নতুন অর্থনৈতিক মডেল চালু করার বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে