সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৩৩:২৩

অবশেষে যার অনুরোধে অনশন ভাঙ্গলেন তারেক রহমান

অবশেষে যার অনুরোধে অনশন ভাঙ্গলেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তিনি।

পরে তৎক্ষণাৎ একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় মো. তারেক রহমানকে। হাসপাতালে গিয়ে নিজের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

হাসপাতালে বসে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন তারেক। ওই ভিডিওতে দেখা যায় তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন। 

ভিডিওর বর্ণনায় তিনি লিখেছেন, আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে