এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।
শনিবার (৮ নভেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার ও পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে উভয়পক্ষ যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শন বিনিময়ের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।
অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ নৌমহড়া ‘এএমএএন’-এ অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন।
বৈঠকের শুরুতে দুই দেশের সামরিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক আগ্রহের নানা দিক নিয়েও আলোচনা হয় বলে আইএসপিআর সূত্রে জানা গেছে।