সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৪:২০:৩৪

ধানমন্ডিতে ইবনে সিনাসহ দুই স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ

ধানমন্ডিতে ইবনে সিনাসহ দুই স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ

এমটিনিউজ২৪ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের প্রধান শাখা এবং মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠানের পর এবার রাজধানীর ধানমন্ডিতেও দুটি স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকাল আনুমানিক ৭টায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে এবং মাইডাস সেন্টারের সামনে দুটি করে মোট চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি; তবে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, ভোর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া, সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতর ও সামনে দুইটি ককটেল নিক্ষেপ করে। এতে দুইটি ককটেল বিষ্ফোরিত হয়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে