শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫:৩৫

যারা রাসুলুল্লাহ (সা.) এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না: সালাহউদ্দিন আহমদ

যারা রাসুলুল্লাহ (সা.) এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না: সালাহউদ্দিন আহমদ

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাসহ যেসব দাবিতে এ সম্মেলন সেই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা আপনাদের সকল দাবি-দাওয়ার পক্ষে। আইনের ভাষা হচ্ছে এই প্রস্তাব কার্যকরের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ, আপনাদের প্রস্তাব গ্রহণ করবো।

তিনি আরও বলেন, আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই। আমি আগেই বলেছি, যারা রাসুলুল্লাহ (সা.) এর পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে