এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চারটি পদে নিয়োগ কার্যক্রমের জন্য প্রার্থীদের জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে টেলিটকের মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছিল।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের অংশ হিসেবে ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে যারা আবেদন করেছিলেন, তাদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড না করলে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি আপলোড সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।