রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ০২:৩৮:৫৯

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আগামী বছরের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল ফিতর ২০ মার্চ, শুক্রবার পড়তে পারে।

শনিবার (১৫ নভেম্বর) আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ দেখা কিছুটা কঠিন হতে পারে বলেও উল্লেখ করেছেন আল জারওয়ান।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং মাসটি ৩০ দিন পূর্ণ হতে পারে। সবকিছু মিলিয়ে, শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে