রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৯:৪৯

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের, কয়েকটি বিস্ফোরণ

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের, কয়েকটি বিস্ফোরণ

এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর মাইজদী শহরে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা পরিষদের উত্তর সোনাপুর এলাকায় এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১৪–১৫ জন নেতা-কর্মী মাস্ক বা গামছা দিয়ে মুখ ঢেকে একটি শাখা সড়ক থেকে মহাসড়কে প্রবেশ করেন। তাদের একজন সড়কে একটি টায়ার রেখে তাতে পেট্রল ঢেলে আগুন ধরান। এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয় এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

পুলিশ জানায়, টায়ার জ্বালিয়ে ও ফটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে দ্রুত তারা সেখান থেকে সটকে পড়েন। তাই পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। মহাসড়কটিতে এ সময় যান চলাচল কম থাকায় তেমন প্রভাব পড়েনি।

জানতে চাইলে আজ সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে