এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতের নয়া দিল্লিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ বৈঠকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. খলিলুর রহমান।
বুধবার (১৯ নভেম্বর) নয়া দিল্লিতে দুই পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত খলিলুর রহমান তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠকে দুই দেশে নিরাপত্তা-সংক্রান্ত আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন খলিলুর রহমান ও অজিত দোভাল।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে। আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি আঞ্চলিক নিরাপত্তা জোট। গত বছর মরিশাস আয়োজিত অষ্টম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানায়। সিএসসিতে রয়েছে- ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ। আর সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেয়।