বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:১০:৩৯

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২ শতাধিক কোরআনে হাফেজ ও এতিমের নফল রোজা পালন

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২ শতাধিক কোরআনে হাফেজ ও এতিমের নফল রোজা পালন

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ধামরাইয়ে ২ শতাধিক কোরআন হাফেজ, মাদ্রাসা শিক্ষক ও এতিম ছাত্র নফল রোজা পালন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এদিন বাদ আসর বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যোগে কালামপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার করান ইয়াসিন ফেরদৌস মুরাদ।

অনুষ্ঠানে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, 'তারেক রহমান স্যার শুধু একজন রাজনীতিক নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে তিনি যেভাবে নিরলস লড়াই করে যাচ্ছেন, তাতে আমরা সবাই অনুপ্রাণিত। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত দেশে ফিরে এসে জনগণের নেতৃত্ব দেয়ার জন্য দোয়া করি।'

তিনি আরও বলেন, 'ধামরাইয়ের হাফেজ ও এতিম শিক্ষার্থীরা আজ তারেক রহমান স্যারের জন্মদিনে রোজা রেখে দোয়া করেছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, দেশপ্রেম এবং ন্যায়বিচারের পথে তার নেতৃত্ব একদিন সফল হবেই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে