শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ০১:১৫:০৬

মুসলিম কখনো গুজবের মাইক হয় না: আজহারি

মুসলিম কখনো গুজবের মাইক হয় না: আজহারি

এমটিনিউজ২৪ ডেস্ক : জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, মুসলিম কখনো গুজবের মাইক হয় না। তিনি বলেন, ‘তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার—অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন মিজানুর রহমান আজহারি।

এ ছাড়া ওই পোস্টের কমেন্টবক্সে জনপ্রিয় এই ইসলামী বক্তা লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

কমেন্ট বক্সে আজহারি আরও লেখেন, ‘অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ।’

তথ্য যাচাই করা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করা উচিত নয় উল্লেখ করে তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় কোন কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে