শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ০১:০২:২০

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

এমটিনিউজ২৪ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামীকাল শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামী শনিবারও। চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুইদিন তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা থাকতে পারে। এরপর আবার কিছুদিন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষ দিকে আবার তাপমাত্রা কমে সারা দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। 

এদিকে আগামীকালের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্ভাব্য লঘুচাপটি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামীকালও। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগান এলাকায়, ৩৩.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩০.৯ ও ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে