শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ০৭:১৬:২৬

একাত্তরে স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

একাত্তরে স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

এমটিনিউজ২৪ ডেস্ক : পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, সব ধর্মের মানুষ মিলে একাত্তরে স্বপ্ন দেখা সেই সোনার বাংলাদেশ গড়তে চাই। এবার আমরা দুর্নীতিমুক্ত ও বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে পিরোজপুরের সুটিয়াকাঠী ইউনিয়ন শাখা জামায়াতের আয়োজনে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪-এর আন্দোলনে মুসলমানরা যেমন জীবন দিয়েছেন, তেমনি হিন্দুরাও জীবন দিয়েছেন। ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে আপনাদের ব্যারিকেডে রাখতে চাই না। মসজিদ যেমন পাহারা দিতে হয় না, মন্দিরও পাহারা দিতে হবে না। ওপেন থাকবে। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ দ্বারা হত্যার শিকার বিশ্বজিৎকেও এ সময় স্মরণ করেন তিনি।

জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর কখনও কোনো দুর্নীতি ছিল না উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, কেউ যদি ৩/৪ কোটি টাকা খরচ করে, তাহলে সে নির্বাচিত হয়ে এলাকার কোনো উন্নয়ন করবে না। আপনার ভোট যদি কিনেই নেয়, তাহলে কেন উন্নয়ন করবে। ছাগলের চেয়েও কম দামে ভোট বিক্রি হয়ে যায়।

বিদেশে অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা সরকার যেভাবে আমাদের ভোট দেওয়ার সুযোগ দেয়নি, তেমনি অনেকের ভোট কিনেও নিয়েছে। এমনভাবে যদি ভোট হয় তাহলে আবার বেগমপাড়া হবে কানাডায়। এবার হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে।

মাসুদ সাঈদী আরও বলেন, যারা দাঁড়িপাল্লার বিজয় আনতে চান, তাদের বসে থাকতে নিষেধ করছি। পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজনকে ভোট দিতে উৎসাহ দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে