শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩৬:২৮

দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাতে শুরু হওয়া এই সংঘর্ষের ঘটনায়  উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে মাদরাসায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের এক পর্যায়ে ক্যাম্পাসের হলে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রাত পৌনে ১১টার দিকে ক্যাম্পাসের হলের ভেতরে এখনও কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী ক্যাম্পাসে টহল জোরদার করেছে এবং অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে