সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:৫০:০৫

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনা দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ রোববার (২৩ নভেম্বর) এ দামেই বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারেটের ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
২১ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা।
১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা।
সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশে মোট ৮০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৫৪ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৬ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার সোনার দাম কমিয়েছিল বাজুস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে