সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৪৮:৩৮

যেসব এলাকায় আগামীকাল টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায়  আগামীকাল টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য সিলেটের গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৪ নভেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। 

এতে বলা হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের অধীন তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার ও আশপাশের এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে