মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:০৮:০১

পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে, মাইকিং করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে, মাইকিং করে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পুরো ক্যাম্পাস এলাকা। স্থানীয় কয়েক গ্রামের মানুষ মাইকিং করে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের পাশের বাজারে এক নারী শিক্ষার্থী ফটোকপি করতে গেলে তাকে ইভটিজিং করা হয় বলে অভিযোগ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যবিপ্রবির নারী শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ওই দোকানিকে এসে মারপিট করে। এ ঘটনায় বাজারের দোকানিরা খেপে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন এবং স্থানীয়রা এলে পুরো এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।

যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতারা জানিয়েছে, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, সন্ধ্যার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে