মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:০৯:৪৮

এখন কী অবস্থা খালেদা জিয়ার? জানালেন চিকিৎসক

এখন কী অবস্থা খালেদা জিয়ার? জানালেন চিকিৎসক

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের কেবিনে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ম্যাডাম এখনো কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। এ ছাড়া মেডিকেল বোর্ডের অপর সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এর আগে গত রোববার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে রাত ৮টার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে