শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৪:৫৮

খালেদা জিয়ার সুস্থতায় এবার যা পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতায় এবার যা পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : ফুল পাঠালেনবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের মাধ্যমে এসব তোড়া পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফুলের তোড়া আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তা। তোড়া গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান—এ তথ্য সংবাদ সংস্থা বাসস প্রকাশ করেছে।

বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। সেখানে তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মেডিকেল বোর্ডের দেশি–বিদেশি বিশেষজ্ঞরা। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা দল সার্বক্ষণিক তদারকি করছে।

খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি আরও জানান, তার মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ঝুঁকি থেকেই যায়। বিভিন্ন পরীক্ষা হয়েছে—ভালো ও খারাপ, দুই ধরনের রিপোর্টই এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে