সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৭:০৪

বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছে: মির্জা ফখরুল

বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছে: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপিতে যোগদানের ঢল নেমেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “অনেকেই দলে যোগ দিচ্ছেন। এখন বিএনপিতে যোগ দেওয়ার সত্যিকারের হিড়িক পড়ে গেছে—ধুম ধরে গেছে বলা যায়।”

তিনি আরও বলেন, বিএনপিকে জনগণ একটি সম্ভাবনাময় দল হিসেবে দেখছে। তাদের বিশ্বাস, যদি দলটি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার হবে এবং অর্থনীতি আবার শক্ত ভিত্তি ফিরে পাবে।

ড. রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তার যোগদান দলকে আরও শক্তিশালী করবে এবং এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। তিনি আশা প্রকাশ করেন, অতীত অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে রেজা কিবরিয়া তারেক রহমানের নেতৃত্বকে আরও দৃঢ় করবেন এবং দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। জনগণ সমর্থন দিলে দলটি আবারও একটি গণতান্ত্রিক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপি তিনবার দেশ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে, পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন—এই অভিজ্ঞতাই দলকে আরো দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার সক্ষমতা দেয়।

ড. রেজা কিবরিয়ার যোগদান উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিতে চাই তারা। ৩১ দফা কর্মসূচির মাধ্যমেও সেই লক্ষ্যের কথা বলা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য মেধাবী নেতৃত্ব অত্যন্ত জরুরি—যা রেজা কিবরিয়ার মতো দক্ষ ব্যক্তিদের অংশগ্রহণে আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে