সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৯:২৪

‘নতুন বাংলালিংকের নতুন শুরু!’ গ্রাহকদের জন্য যে সুখবর

‘নতুন বাংলালিংকের নতুন শুরু!’ গ্রাহকদের জন্য যে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের অন্যতম বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের পরিচিত লোগো পরিবর্তন করেছে। পুরনো কমলা রঙের চৌকো ডোরাকাটা লোগোর বদলে এবার হলুদ ও কমলার রঙে একটি আধুনিক নকশার 'B' অক্ষরকে নতুন লোগো হিসেবে প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘বাংলালিংক ডিজিটাল’ এ রোববার (৩০ নভেম্বর) সকালে একটি পোস্টের মাধ্যমে গ্রাহকদের লোগো পরিবর্তনের কথা জানানো হয়। নতুন লোগোর ছবি প্রকাশ করে ওই পোস্টে লেখা হয়েছে, ‘নতুন বাংলালিংকের নতুন শুরু!’। একই সাথে অপারেটরটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে নতুন লোগোটি উন্মোচিত হতে দেখা যায়।

বাংলালিংকের নতুন লোগোটি গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই পরিবর্তন নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ নতুন লোগোটিকে আধুনিক, প্রাণবন্ত এবং আকর্ষণীয় বলে স্বাগত জানিয়েছেন।

আবার অনেকে নতুন ডিজাইনের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। কারো কারো কাছে পুরনো লোগোটিই বেশি ভালো ছিল বলেও মন্তব্য করেছেন।

বাংলালিংকের এই পরিবর্তন তাদের ব্র্যান্ডিং এবং গ্রাহক সেবার ক্ষেত্রে নতুন কোনো কৌশলগত পরিবর্তন নিয়ে আসছে কিনা, তা এখন দেখার বিষয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে