সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১১:২২:২৩

'খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি ও আপসহীন নেতৃত্বের প্রতীক'

'খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি ও আপসহীন নেতৃত্বের প্রতীক'

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের শিক্ষা কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী ছিলেন। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি ছিলেন মাদার অব ডেমোক্রেসি ও আপসহীন নেতৃত্বের প্রতীক।’

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আয়োজিত এক দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মামুন বলেন, ‘বেগম জিয়া যেমন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত ছিলেন, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও তিনি সিনিয়র নেতাদের মতামতকে গুরুত্ব দিতেন।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে ও এমরান হোসেন মাস্টারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, বুড়িচং উপজেলার বিএনপি নেতা খোরশেদ আলম লাভলু, এড. এম এইচ ফারুক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে