এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় গুলশানে দোয়া মাহফিল হয়েছে। একই সঙ্গে হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে সোমবার বাদ যোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যোহর নামাজের পর মসজিদে বিশেষ দোয়া করা হয়। পরে গুলশান আজাদ মসজিদের প্রাঙ্গণ, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরীব, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনুষ্ঠানে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব।
এছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব। উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোয়াইব হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান।