মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫:৪৫

'খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে'

'খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে'

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি দোয়া করেছেন। সব রাজনৈতিক দল ও আপামর জনসাধারণ তার জন্য দোয়া করছেন। এটা প্রমাণিত হলো— খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের নয়াবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তিনি কারাবরণ করেছেন। নিজ ছোট পুত্রকে হারিয়েছেন স্বৈরাচারী সরকারের অত্যাচারে। আরেক সন্তান হতে হয়েছেন বঞ্চিত। হাজার কষ্ট নিয়েও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি সবার কাছে গণতন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে গণ্য হয়েছেন। যেন তিনিই বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, যুগ্ম সম্পাদক মনির হোসেন মনির, যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ অভি ও আশরাফুল আলম, ছাত্রদল আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে