এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় আসছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে আসে চীনা চিকিৎসকদের প্রাথমিক দল।
আজ বেলা ১২টার পর বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থানীয় কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে ভিড় করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের জন্য নিয়োগ দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।