বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩:৪৩

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান!

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান!

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। 

পোস্টে রাশেদ খানা লিখেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।

গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহর দরবারে লাখোকোটি শুকরিয়া।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে