এমটিনিউজ২৪ ডেস্ক : ত্যাগ স্বীকাররাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে দুর্গাপুর উপজেলার দাওকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জয়নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেননি। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন— তা জাতি কখনও ভুলবে না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবায় ফিরে আসতে পারেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, বিএনপি নেতা গোলাম মোর্তজা, জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তালুকদার, ছাত্রনেতা মনিরুল ইসলাম।
দোয়া মোনাজাত করেন দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ আলেপ হোসেন। দোয়ার অনুষ্ঠানে দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।