এমটিনিউজ২৪ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের ক্লিয়ারেন্স পেলেই সেটি চলে আসবে বলে জানিয়েছেন ঢাকায় কাতারের দূতাবাস।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রাহমান।
কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে এই কর্মকর্তা বলেন, কাতারের অমির এটি অ্যাপ্রুভ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য দেশটির আমিরের কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, আমরা এটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি। উনারা কবে কখন যেতে চায় সেটা জানতে চেয়েছি। এটা চিকিৎসকদের ওপর ডিপেন্ড করছে। উনাদের ক্লিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে আমাদের ফ্লাইট চলে আসবে।