রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ১০:১৫:৩০

শাহাজালাল বিমানবন্দর থেকে ফিরে গেল বিমান

শাহাজালাল বিমানবন্দর থেকে ফিরে গেল বিমান

ঢাকা : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ রোববার বিকেলে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করতে না পেরে পুনরায় সৈয়দপুরে ফিরে গেছে।

পরর্তীতে রাত আট ৩২ মিনিটে পুনরায় ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের একটি বিশ্বস্ত সূত্র জানায়, ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থার ইউএস বাংলার নিয়মিত একটি ফ্লাইট বিকেল ৫টা ১০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।  

এরপর ফ্লাইটটি ৭৭ জন যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।  কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করতে ব্যর্থ হয়।

পরে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে আসে ফ্লাইটটি।  এখানে সন্ধ্যা ৬টা ১৭মিনিটে অবতরণের পর যাত্রীদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়ে ডিপারচার লাউঞ্জে বসিয়ে রাখা হয়।  পরে আজ রাত ৮টা ৩২ মিনিটে ফ্লাইট পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. শাহিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেস্টা করেও সম্ভব হয়নি।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে