শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৯:৪৮

নির্বাচনি জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস আলম

নির্বাচনি জোট গঠনের বিষয়ে যা বললেন সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন আমরা আমাদের জায়গা থেকে জোট গঠনের কোনো সম্ভাবনাকে এখন উড়িয়ে দেব না। বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই জোটকেন্দ্রিক আলোচনা চলতে থাকবে। যারা সমমনা মধ্যমপন্থার রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে এখনো আলোচনা চলছে।

বৃহস্পতিবার রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের জুলাই স্মৃতিস্তস্তের সামনে এক অনুষ্ঠান শেষে সারজিস আলম এ কথা বলেন।

সারজিস বলেন, সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাই আকাক্সক্ষার পক্ষে থাকবে, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট, সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি, এটি যারা ধারণ করতে পারবে তাদের সঙ্গে আমাদের (জোট) হওয়ার যে আলোচনা, এই পথ এখনো খোলা আছে। 

মাঝখানে আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমরা মনে করছি, আমাদের এই জোটের যে রুপরেখা এবং বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন।

এসসিপির এই নেতা আরও বলেন, আশা করছি, আগামী দুদিনের মধ্যে এনসিপি বিভিন্ন আসনে যাদের মনোনয়ন দিচ্ছে তাদের প্রথম ধাপের তালিকা প্রকাশিত হবে। আমরা বিশ্বাস করি, পর্যায়ক্রমে এই ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের ৩০০ আসনেই এনসিপি সৎ যোগ্য এবং যারা বাংলাদেশের পরিবর্তন চান, স্বচ্ছ ধারার রাজনীতি করতে চান এবং জনআকাক্সক্ষা বাস্তবায়নে সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চান, কাজ করতে চান-তাদের মনোনয়ন দিতে পারব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে