শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৫:৫৮

এবার এক লাফে কেজিতে যত বাড়লো পেঁয়াজের দাম

এবার এক লাফে কেজিতে যত বাড়লো পেঁয়াজের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনার বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে পেঁয়াজের দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়ে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হঠাৎ এমন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকে বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম কিনছেন, কেউবা ক্ষোভ ঝাড়ছেন ব্যবসায়ীদের ওপর।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনার রূপসা ও ময়লাপোতা বাজারে পেঁয়াজের দামের এমন চিত্র দেখা গেছে।

 বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম একলাফে বেড়েছে। তাদের ভাষ্য, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, ফলে কয়েক দিনের মধ্যে বাজার স্থিতিশীল হতে পারে।

রূপসা কাঁচা বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে পেঁয়াজ কিনতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। মাসের শুরুতে পুরো মাসের বাজার করতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী হায়দার আলী। তিনি বলেন, ‘এক মাস আগে যেখানে পেঁয়াজের কেজি ছিল ৭০ থেকে ৮০ টাকা, গত সপ্তাহে কিনেছি ১১০ টাকা কেজি দরে। আর আজ কিনতে হচ্ছে ১৫০ টাকা করে। ভেবেছিলাম পুরো মাসের পেঁয়াজ একসাথে কিনব, কিন্তু দামের কারণে মাত্র এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে। বাজারে বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছে। তদারকি থাকলে এভাবে দাম বাড়তে পারত না।’

আরেক ক্রেতা গৃহিণী নাজমুন নাহার বলেন, ‘পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি কখনও এক পোয়া (২৫০ গ্রাম) পেঁয়াজ কিনিনি। আজ বাধ্য হয়ে এক পোয়া পেঁয়াজ কিনতে হচ্ছে।’

ময়লাপোতা কাঁচা বাজারের বিক্রেতা হাবিবুল ইসলাম বলেন, ‘দুদিন আগেও পেঁয়াজ বিক্রি করেছি ১১০-১১৫ টাকায়। সরবরাহ কমে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই দাম বাড়ছে। শুক্রবার পেঁয়াজ বিক্রি করেছি ১৪০ টাকা দরে, আজ ১৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আড়তে সরবরাহ কম থাকায় আমাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। বাধ্য হয়ে আমাদেরও বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।’

আরেক বিক্রেতা মঞ্জুরুল বলেন, ‘ভারতের পেঁয়াজ না আসায় দাম কমছে না। এ মাসের শেষ দিকে নতুন পেঁয়াজ বাজারে চলে আসবে। আশা করছি সে সময়ে দাম কমে আসবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে